অসুস্থ কবীর সুমনকে দেখতে হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্ৰী মমতা ব্যানার্জি। সোমবার বিকেলে তিনি পৌঁছান এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে। এদিন ভোরেই এই প্রবীণ সঙ্গীতশিল্পী কবীর সুমনকে ভর্তি করা হয় এসএসকেএমে। প্রবল শ্বাসকষ্টের সঙ্গে গলা ব্যাথা ছিল তাঁর। ইতিমধ্যেই তাঁর র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়েছে। সেই টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে তাঁর আরটি পিসিআর টেস্টের রিপোর্ট এখনও আসেনি।
বাম জমানায় রাজনীতিতে সক্রিয় হউই ওঠেন কবীর সুমন। জমি অধিগ্রহণ নীতির বিরোধী ছিলেন তিনি। মমতা ব্যানার্জির সঙ্গে হাত মিলিয়ে সিঙ্গুরে বাম সরকারের জমি অধিগ্রহণ নীতির বিরোধিতা করেছিলেন সুমন। সিঙ্গুর নন্দীগ্রামে মমতার সঙ্গে বুদ্ধিজীবীদের প্রথম সারির মুখ হয়ে উঠেছিলেন সুমন।
২০০৯ লোকসভা ভোটে যাদবপুর কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করা হয়। তিনি জিতেও যান। ২১ জুলাইয়ের মঞ্চে নিয়মিত মুখ ছিলেন কবীর সুমন। এরপর তৃণমূলের সঙ্গে তাঁর একটা দূরত্ব তৈরি হয়। পরে অবশ্য তা ঠিকও হয়ে যায়। ২৩ শে জানুয়ারি ভিকটোরিয়া মেমোরিয়ালে জয় শ্রীরাম ধ্বনীর বিরোধিতায় তাঁকে ধরনায় বসতেও দেখা যায়। বিধানসভা নির্বাচনেও মুখ্যমন্ত্রীকে সমর্থন করেছিলেন তিনি। শিল্পীর স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা। অনেকেই কবীর সুমনের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
Comments are closed.