খুব ভালো তদন্ত হচ্ছে, দ্রুত সমাধান হবে; যাদবপুর কাণ্ড নিয়ে বললেন পুলিশ কমিশনার 

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনার খুব দ্রুত সমাধান হবে। তদন্ত ভালো ভাবে হচ্ছে। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। ‘পুলিশ ডে’ উপলক্ষ্যে লালবাজারে ফ্ল্যাগ অফ করেন কলকাতার পুলিশ কমিশনার এবং জয়েন্ট সিপি ক্রাইম শঙ্খশুভ্র চক্রবর্তী। ওই অনুষ্ঠানেই সাংবাদিকদের মুখোমুখি হন পুলিশ কমিশনার।

এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিনীত গোয়েল জানান, যাদবপুর কাণ্ডে ভালভাবে তদন্ত এগোচ্ছে। আমাদের হোমিসাইড এবং লোকাল পুলিশ স্টেশন যুক্ত রয়েছে। র্যাগিং-এর ঘটনায় অভিযুক্ত অনেকেই গ্রেফতার হয়েছেন। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ চলছে। বেশ কিছু প্রমাণ তদন্তকারীদের হাতে এসেছে। আমার ধারণা খুব দ্রুত আমরা কেসটির সমাধান করতে পারব।

যাদবপুরের ঘটনায় আরও কেউ পুলিশের নজরে রয়েছে কিনা সে বিষয়ে কমিশনারকে জিজ্ঞাসাবাদ করা হলে জানান, তদন্ত চলছে। যদি আরও কেউ যুক্ত থাকে অবশ্যই গ্রেফতার হবে।

প্রসঙ্গত, যাদবপুর কাণ্ড নিয়ে এখনও সরগরম রাজ্য রাজনীতি। বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি বসানো নিয়ে শুক্রবার এক দফা বৈঠকে বসেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Comments are closed.