ছাত্র মৃত্যুর ঘটনায় পুলিশের নজরে আরও কয়েকজন; এখনও গ্রেফতার ১২ 

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেইন হোস্টেলে সেদিন রাতে কী হয়েছিল? ৯ আগস্ট রাতে বাংলাবিভাগের ওই ছাত্রের সঙ্গে ঠিক কী ঘটেছিল, তা জানতে মরিয়া তদন্তকারীরা। ইতিমধ্যেই এই ঘটনায় ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, আরও কয়েক জনের ভূমিকা খতিয়ে দেখছে তদন্তকারীর। নতুন করে কয়েকজনকে তলব করা হতে পারে।

শুক্রবারই জিজ্ঞাসাবাদের পর রাতে আরও তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের শনিবার আদালতে তোলা হবে বলে খবর। ধৃতদের মধ্যে রয়েছেন, দুই প্রাক্তনী পূর্ব বর্ধমানের বাসিন্দা নাসিম আখতার এবং মুর্শিদাবাদের বাসিন্দা হিমাংশু কর্মকার। বাকিজন কম্পিউটার সায়েন্সের চতুর্থ বর্ষের পড়ুয়া সত্যব্রত রায়। সত্যব্রতর বাড়ি হরিণঘাটায়। জানা গিয়েছে, ঘটনার পর সত্যব্রতই ডিন অফ স্টুডেন্টসকে ফোন কড়ছিলেন।

ছাত্র মৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রত্যেককেই আলাদা আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের বয়ানে বেশ কিছু অসঙ্গতি মিলেছে। অনেকে একে অপরকে দোষারোপও করছে। ধৃতদের মুখোমুখি বসিয়েও জিজ্ঞাসাবাদের ভাবনা তদন্তকারীদের।

Comments are closed.