যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মৃত্যু ঘিরে তোলপাড় হয়েছিল রাজ্য। তদন্ত চালাচ্ছে কলকাতা পুলিশ। এর মধ্যেই র্যাগিং রুখতে একাধিক পদক্ষেপের পরিকল্পনা করছে রাজ্য প্রশাসন সেই সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও। এর মধ্যেই বৃহস্পতিবার নতুন অ্যান্টি র্যাগিং কমিটি গঠিত হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে।
নতুন এই কমিটিতে চেয়ারম্যান থাকছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য। এছাড়াও কমিটিতে থাকছেন দুটি থানার ওসি। যেহেতু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এবং হোস্টেল যাদবপুর এবং বিধাননগর থানা এলাকার মধ্যে পড়ছে সে কারণে ওই দুই থানার ওসিকেও অ্যান্টি র্যাগিং কমিটিতে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও ৩০ সদস্যের কমিটির মধ্যে থাকবেন, সহ-উপচার্য, রেজিস্টার, ডিন অব স্টুডেন্ট, ছাত্র সংসদের প্রতিনিধি, সংবাদ মাধ্যমের প্রতিনিধি। এদিনের বিজ্ঞপ্তিতে কমিটির প্রত্যেক সদস্যের নাম, ইমেল আইডি ও ফোন নম্বরও দেওয়া হয়েছে।
Comments are closed.