কালীপুজো শেষ হয়েছে। যদিও উৎসবের মরশুম এখনও জারি। কালীপুজোর পরেই আপামর বাঙালির নজর থাকে চন্দননগর, কৃষ্ণনগরের দিকে। জগদ্ধাত্রী পুজো মানেই গন্তব্য এই দুই প্রাচীন শহর। এবারেও যে তার অন্যথা হবে না তা একপ্রকার নিশ্চিত।
একেবারে শেষ লগ্নে জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি। গোটা চন্দননগর সেজে উঠেছে জগদ্ধাত্রী আরাধনায়। কোথায়ও মণ্ডপের কাজ প্রায় শেষের পথে, তো কোথাও আবার প্রতিমা তৈরি প্রায় সম্পন্ন। আর সঙ্গে চন্দননগরে বিখ্যাত আলো, কিছু কিছু জায়গায় শুরু হয়েছে গিয়েছে সেই আলোর গেট বসানোর কাজও।
সেই সঙ্গে এবারের পুজোয় অন্যতম আকর্ষণ আলপনা। জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে চন্দননগরের বিভিন্ন রাস্তাকে আলপনায় সাজিয়ে তোলা হয়েছে। চমকপ্রদ বিষয়, এই আলপনা নিয়ে একটি প্রতিযোগিতারও আয়োজন করেছিল, চন্দননগরের অন্যতম প্রাচীন পুজো কমিটি বাগবাজার সর্বজনীন। যা ইতিমধ্যেই সামাজিক মাধ্যমগুলোতে জনপ্রিয়তা পেয়েছে।
Comments are closed.