দেশের চতুর্দশ উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন জগদীপ ধনখড়। বৃহস্পতিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁকে শপথ বাক্য পাঠ করান। দেশের উপ রাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারম্যানের পদ সামলান।
শপথগ্রহণ অনুষ্ঠানে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিদায়ী উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার বিদায়ী চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, লোকসভার স্পিকার ওম বিড়লা।
এবার বিজেপি সমর্থিত এনডিএ পদপ্রার্থী হন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়। যদিও নির্বাচনে অংশ নেয়নি তৃণমূল। ৬ অগাস্ট বিরোধিদের পদপ্রার্থী মার্গারেট আলভাকে পরাজিত করে উপ রাষ্ট্রপতি হন জগদীপ ধনখড়। দেখা যায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ পদপ্রার্থী ধনখড় পেয়েছেন, ৫২৮ টি ভোট। বিরোধিদের প্রার্থী পেয়েছেন ১৮২ টি ভোট। এদিন শপথ গ্রহণের আগে দিল্লির রাজ ঘাটে যান জগদীপ ধনখড়। ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সেই ছিবি নিজেই টুইটারে পোস্ট করেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল।
Comments are closed.