খুব সহজ উপায়ে চাষ করা হয় সবেদার। বলা যায় এই ফল খেতে ভালোবাসে না এরকম মানুষ মেলা মুশকিল। নরম এবং মিষ্টি এই সুস্বাদু ফল খেতে এবার থেকে আর বাজার যেতে হবে না। কারণ এবার থেকে আমরা বাড়ি বসেই সহজ উপায়ে চাষ করতে পারব সবেদার। সবেদা চাষের জন্য উপযুক্ত মাটি হল বেলে-দোআঁশ, এমনকি এই ফল চাষ করার জন্য একটু বড় মাপের জায়গা প্রয়োজন। বড় জায়গা না হলে এই ফল ফলানো মুশকিল।
তাই আগে জায়গা বেছে নিয়ে সবেদার বীজ কিনতে হবে। এমনকি চাষের জন্য মনে করে জল দিতে হবে। এছাড়া গোবর সার কিংবা সবজির খোসা পচিয়ে গুঁড়ো করে সার দিতে হবে নিয়ম করে। ফলন বেশি পাওয়ার জন্য আমদের পটাশিয়াম সমৃদ্ধ সার দিতে হবে, তাই রাসায়নিক পটাশ সার বা জৈব পদ্ধতিতে কলার খোসা ভালো করে গুঁড়ো করে নিয়ে মাটির মধ্যে মিশিয়ে দিলে ভালো হয়।
সার দিলে মাটির গুনমান ভালো হয়। কিন্তু মনে রাখতে হবে চাষ করার সময় যেন গাছে পোকা না হয়। আর যদিও পোকা হয় তাহলে শ্যাম্পু দিয়ে স্প্রে করে দিতে হবে গাছের ওপর। ব্যাস কয়েক মাস পরেই মিলবে মিষ্টি সবেদা। তাহলে আর দেরি কিসের আজই বাড়িতে চাষ করুন সবেদার।
Comments are closed.