সরকারের সঙ্গে আপনার সংঘাতে রাজ্যের কি কোনও লাভ হচ্ছে? রাজ্যপালকে ট্যুইটে খোঁচা ‘বিক্ষুব্ধ’ জয়প্রকাশের
রাজ্য রাজ্যপাল সংঘাতে এবার রাজ্যপালের বিরুদ্ধে সমালোচনা করে ট্যুইট করলেন, জয়প্রকাশ মজুমদার। যা ঘিরে নতুন করে বিক্ষুব্ধ বিজেপি নেতাকে নিয়ে জল্পনা শুরু হয়েছে। শুক্রবার জয়প্রকাশ রাজ্যপালকে উদ্দেশ্য করে একটি ট্যুইটে প্রশ্ন করেন, রাজ্য প্রশাসনের সঙ্গে আপনার এই সংঘাতে কি আদৌ রাজ্য কোনওভাবে উপকৃত হচ্ছে।
বুধবার মুখ্যমন্ত্রী পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে ভর্ৎসনা করেন। পরে সেই ভিডিও ট্যুইট করে মুখ্যমন্ত্রীর সমালোচনা করেন জগদীপ ধনখড়। আর এদিন রাজ্যপালের সেই ট্যুইট শেয়ার করে তীব্র কটাক্ষ করেছেন জয়প্রকাশ। ট্যুইটে তিনি আরও লেখেন, মিডিয়ার সামনে বিবৃতি দিয়ে বা ট্যুইট করে কি বাস্তবে সমস্যার সমাধান হচ্ছে? তাঁর পরেই ধনখড়ের উদ্দেশ্যে তাঁর বার্তা, রাজ্যবাসী একজন রাজ্যপালের কাছ থেকে প্রকৃত রাষ্ট্রনেতা সুলভ আচরণ প্রত্যাশা করেন।
জয়প্রকাশের এই ট্যুইটের পরেই তাঁকে নিয়ে নানান আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। একাংশের মতে, রাজ্যপালের সমালোচনা করে বিজেপি নেতা রাজ্যের শাসক দলকেই বার্তা দিয়েছেন। উল্লেখ্য সম্প্রতি দল থেকে সাময়িক বরখাস্ত হয়েছেন জয়প্রকাশ সহ বেশ কয়েকজন। যা নিয়ে বেশ কয়েকদিন ধরেই রাজ্য বিজেপির অন্দরে তোলপাড় শুরু হয়েছে। এই আবহে জয়প্রকাশ মজুমদারের এই ট্যুইট অত্যন্ত তাৎপর্যপূর্ণ এমনটাই মত রাজনৈতিক মহলের একাংশের।
Comments are closed.