এবছরের জানুয়ারি মাসে বুদ্ধ গয়া বিস্ফোরণ কাণ্ডের অন্যতম অভিযুক্ত দিলওয়ার হাসান ওরফে উমরকে গ্রেফতার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। ঝাড়খন্ডের পাকুরিয়া থেকে বুধবার তাকে গ্রেফতার করা হয়েছে। দিলওয়ার হাসান জেএমবি গোষ্ঠীর সদস্য। এসটিএফ সূত্রে খবর, মালদহের কালিয়াচকের বাসিন্দা দিলওয়ারের কাছ থেকে একটি মোবাইল ফোন এবং ভোটার কার্ড, আধার কার্ড উদ্ধার হয়েছে। ভোটার কার্ডটি জাল বলে প্রাথমিকভাবে পুলিশের অনুমান।
Comments