আপনি কি চাকরি প্রার্থী? দেশের শীর্ষ আদালতে চাকরি করতে চান? তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। সম্প্রতি সুপ্রিম কোর্টের তরফে আবেদন করে জুনিয়র ট্রান্সলেটর পদের জন্য আবেদন পত্র গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। আজ অর্থাৎ ১৮ এপ্রিল সোমবার থেকেই সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাটে গিয়ে আবেদন করতে পারবেন চাকরি প্রার্থীরা। আবেদনের শেষ তারিখ ১৪ মে ২০২২।
কোন কোন পদে নিয়োগ দেখে নিন এক নজরে;
ইংরেজি থেকে বাংলা ২ টি পদে, ইংরেজি থেকে তেলেগু- ২টি পদ, এরকম ভাবে গুজরাতি, তেলেগু, উর্দু, মারাঠি, তামিল, কন্নড়, মলয়লম, মনিপুরী, ওরিয়া, পাঞ্জাবি, অহমিয়া প্রতিটি ভাষায় দু’জন করে ট্রান্সলেটর নিয়োগ করা হবে।
কীভাবে আবেদন করবেন?
আবেদনের জন্য অফিসিয়াল ওয়েবসাইট main.sci.gov.in গিয়ে আবেদন করতে হবে। এছাড়াও https://jobapply.in/SC2022
Comments are closed.