ITBP বা বর্ডার পুলিশে একাধিক শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হল। মূলত ইন্দো-তিব্বত সীমান্তে পুলিশে নিয়োগ করা হবে। যোগ্য প্রার্থীদের নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে তিনটে পর্যায়ে পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে প্রার্থীদের।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ITBP নিয়োগ প্রক্রিয়ার অধীনে গ্রুপ বি স্তরে সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করা হবে। আবেদন গ্রহণ শুরু হবে ১৬ জুলাই ২০২২ থেকে। আবেদনের শেষ তারিখ ১৪ আগস্ট ২০২২। উল্লেখিত সময়ের মধ্যে চাকরি প্রার্থীরা recruitment.itbpolice.nic.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, মোট ৩৭ টি শূন্যপদ রয়েছে। যার মধ্যে পুরুষদের জন্য ৩২ টি এবং মহিলাদের জন্য ৫ টি। পুরুষ বিভাগে ৩২ জনের মধ্যে জেনারেল-৭, SC-২, SC – ২, ST – ২, OBC – ১৫, EWS – ৩। মহিলা বিভাগেও বেশ কিছু সংরক্ষণ রাখা হয়েছে।
প্রার্থীদের লিখিত এবং PET ও PST পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। সাব ইন্সপেক্টর পদে পুরুষ ও মহিলা কর্মীদের বেতন প্রতি মাসে ৩৫,২০০ টাকা থেকে সর্বাধিক ১,১২,৪০০ পর্যন্ত হতে পারে। আবেদনের জন্য প্রার্থীদের দশম শ্রেণী পাশ এবং সিভিল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা থাকতে হবে। বয়েস সীমা ২০ থেকে ২৫ বছর।
Comments are closed.