ফের রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। বঙ্গ বিজেপি সূত্রের খবর ডিসেম্বরের ৮ ও ৯ তারিখ কলকাতায় থাকবেন নাড্ডা। কলকাতা ও কলকাতা সংলগ্ন জেলার নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। সংগঠনে কিছু পরিবর্তন করা হতে পারে বলে মনে করছেন বিজেপি নেতৃত্বের একাংশ।
বাংলা দখলকে পাখির চোখ করে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। প্রতি মাসে ২ বার অমিত শাহ এবং ৩ বার নাড্ডা বাংলায় আসবেন বলে প্রাথমিকভাবে ঠিক হয়েছিল। বাংলাকে ৫ ভাগে ভেঙ্গে ৫ জন কেন্দ্রীয় নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রথম দফায় তাঁরা স্থানীয় নেতা কর্মীদের সঙ্গে বৈঠক করে রিপোর্ট তৈরি করেছিলেন। সেই রিপোর্ট নিয়ে দিল্লিতে আলোচনা সেরেছেন গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্ব। তারপরই নাড্ডা ফের কলকাতা আসছেন বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
এদিকে সর্বভারতীয় সভাপতির দু’দিনের বাংলা সফরের জন্য উত্তরবঙ্গে বিজেপির উত্তরকন্যা অভিযানের দিন বদল করা হয়েছে। ৭ ডিসেম্বর জলপাইগুড়িতে উত্তরকন্যা অভিযান করবে বিজেপি।
Comments are closed.