রাজনৈতিক কর্মসূচিতে ডায়মন্ড হারবার যাওয়ার পথে বিজেপি সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
নাড্ডার সফরের দ্বিতীয় দিনে তৃণমূলের বিরুদ্ধে সরাসরি হামলার অভিযোগ করল বিজেপি। রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দাবি, জাতীয় সভাপতির গাড়ি ভাঙচুর হয়েছে। কৈলাস বিজয়বর্গীয়, রাহুল সিনহাদের গাড়িও ভাঙচুর হয়েছে বলে অভিযোগ তাঁর।মুকুল রায়ের হাতে লেগেছে। তাঁদের গাড়িতে দফায় দফায় হামলা হয়েছে বলে অভিযোগ বিজেপি নেতাদের।
এদিন নাড্ডার কর্মসূচি ডায়মন্ড হারবারে। সেখানে যাওয়ার পথে শিরাকোলে প্রথমে পথ অবরোধে আটকে যায় নাড্ডার কনভয়। তারপরই শুরু হয় কনভয় লক্ষ্য করে ইট বৃষ্টি। ভেঙ্গে যায় একাধিক গাড়ির কাচ।
ইটের ঘায়ে ভেঙ্গে যায় সংবাদ মাধ্যমের গাড়ির কাচও। তৃণমূল সাংসদ সৌগত রায় সংবাদমাধ্যমের গাড়ি ভাঙচুরের ব্যাপারে দুঃখ প্রকাশ করেছেন। বিজেপি নেতাদের গাড়িতে হামলাকে জনতার স্বতঃস্ফূর্ত প্রতিবাদ বলে অভিহিত করেছেন তৃণমূলের বর্ষীয়ান নেতা।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙ্গে পড়েছে বলে দাবি করেছেন দিলীপ ঘোষ।
Comments are closed.