প্রথমে ১৮৭ তারপর ৬৫ আর এবার আরও ২২ জন টেট পরীক্ষার্থীকে দ্রুত নিয়োগের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। ২০১৪-এর প্রশ্নপত্র ভুল সংক্রান্ত মামলায় এই নিয়ে তৃতীয়বার নিয়োগের নির্দেশ দিলেন বিচারপতি গাঙ্গুলি।
টেট নিয়ে অনেকগুলো মামলা চলছে এই মুহূর্তে। যার মধ্যে একটি প্রশ্নপত্র ভুল সংক্রান্ত মামলা। ২০১৪-এর টেট পরীক্ষায় ৬টি প্রশ্ন ভুল ছিল, এই অভিযোগে হাইকোর্টে মামলা হয়। পরে সেই মামলা অনেক টানাপড়েনের পর পর্ষদ জানায় ভুল প্রশ্নের উত্তর দাতাদের পুরো নম্বর দেবে পর্ষদ। অতিরিক্ত নম্বর পাওয়ায় অনেক পরীক্ষার্থীই টেট পাশ করেন। পরে তাঁরা নিয়োগের দাবিতে আদালতে মামলা করেন। এই মামলায় আগেই দু’দফায় নিয়োগের নির্দেশ দিয়েছেন জাস্টিস গাঙ্গুলি। এদিন পর্ষদকে নতুন করে আরও ২২ জনকে নিয়োগের নির্দেশ দেন তিনি।
নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য। পুজোর মুখেও একদল চাকরি প্রার্থী আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে মঙ্গলবার শিক্ষামন্ত্রী ব্রতী বসু সাংবাদিক বৈঠক করে চাকরি প্রার্থীদের কাছে আন্দোলন প্রত্যাহারের অনুরোধ করেন। সেই সঙ্গে তিনি জানান, আদালতের নির্দেশ মেনেই দ্রুত নিয়োগ দিতে প্রস্তুত রাজ্য। যদিও শিক্ষামন্ত্রীর আশ্বাসে বরফ গলেনি। চাকরি প্রার্থীদের দাবি, তাঁরা নিয়োগ পত্র হাতে নিয়েই ধর্ণা মঞ্চ ছাড়বেন।
Comments are closed.