পুজোর মুখে নবম দশমে নিয়োগ প্রক্রিয়া শুরু! বেআইনি নিয়োগের তালিকা চাইলেন জাস্টিস গাঙ্গুলি 

নিয়োগ দুর্নীতি মামলায় নতুন নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। বুধবার এসসি এবং সিবিআইয়ের কাছে বেআইনি নিয়োগের তালিকা চাইলেন তিনি। দুই সংস্থার কাছেই তালিকা চেয়ে বিচারপতি মন্তব্য করেন, বেআইনিভাবে যাঁদের নিয়োগ হয়েছে তাঁদের চাকরি বাতিল করতে হবে। সেই জায়গায় যোগ্যদের অবিলম্বে নিয়োগ দিতে হবে। 

এদিন এসএসসি এবং সিবিআই দুই সংস্থাকেই সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি। ২৮ সেপ্টেম্বরের মধ্যেই বেআইনি নিয়োগের তালিকা চেয়েছেন তিনি। যেহেতু সিবিআই এই মামলার তদন্ত করছে সেক্ষেত্রে তাদের কাছেও তথ্য রয়েছে। এদিন সিবিআইয়ের উদ্দেশ্যে তিনি বলেন, পাঁচ মাস হয়ে গেল সিবিআইকে তদন্তের ভার দেওয়া হয়েছে। যোগ্য প্রার্থীরা দীর্ঘদিন ধরে বঞ্চিত রয়েছেন। তাঁদের আর কোনও ভাবেই অপেক্ষা করানো যায়না। জাস্টিস গাঙ্গুলি আরও বলেন, আগামী সপ্তাহ থেকেই যোগ্য প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। 

Comments are closed.