কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পদে শপথ নিলেন টি এস শিবজ্ঞানম; উপস্থিত থাকলেন মুখ্যমন্ত্রী থেকে বিরোধী দলনেতা
বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের স্থায়ী প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন টি এস শিবজ্ঞানম। এদিন বেলা ১১ টা নাগাদ তাঁকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়াও ছিলেন, রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক, নারী ও শিশু কল্যাণ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এছাড়াও অন্যান্য বিচারপতি, হাইকোর্টের বার এসোসিয়েশনের সদস্য সহ অনেকে।
বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের অবসরের পর তাঁর জায়গায় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি দায়িত্ব নেন টি এস শিবজ্ঞানম। ১৯৮৬ সালে সেপ্টেম্বরে বার কাউন্সিল অব তামিলনাড়ুর সদস্য হন হাইকোর্টের সদ্য প্রধান বিচারপতি। এরপর, ২০০৯ সালে মাদ্রাজ হাইকোর্টের এডিসিন্যাল জাজ সেখান থেকে ২০১১ সালে তিনি স্থায়ী বিচারপতি হিসেবে নিযুক্ত হন। এরপর ২০২১ সালের ২৫ সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে যোগ দেন।
উল্লেখ্য, চলতি বছরের ৯ ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে তাঁর নাম সুপারিশ করে সুপ্রিম কোর্টের কলেজিয়াম। ৩০ মার্চ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে তাঁর নাম মঞ্জুর করে আইনমন্ত্রক।
Comments are closed.