চোরা শিকারের অভিযোগে গ্রেফতার হলেন আন্তর্জাতিক গলফ খেলোয়াড় জ্যোতি সিংহ রণধাওয়া। বুধবার উত্তর প্রদেশের দুধওয়া টাইগার রিজার্ভের বন দফতর সূত্রে জানা গিয়েছে, জ্যোতি সিংহ রণধাওয়া এবং তাঁর এক সঙ্গীর কাছ থেকে উদ্ধার হয়েছে একটি .২২ রাইফেল, বুনো শুয়োরের চামড়া এবং বাইনোকুলার। গলফারের কাছ থেকে একটি লাইসেন্সড বন্দুকও বাজেয়াপ্ত করেন বন দফতরের আধিকারিকরা। আটক করা হয় তাঁর গাড়ি। বন দফতরের ফিল্ড ডিরেক্টর রমেশ পাণ্ডে জানিয়েছেন, মোতিপুরের কাতারনিয়াঘাটে জ্যোতি সিংহ রণধাওয়ার একটি ফার্ম হাউস আছে। মঙ্গলবার, তাঁকে ও তাঁর সঙ্গীকে জঙ্গলে ঘুরতে দেখে সন্দেহ হয় বন দফতরের কর্মীদের। এরপর তাঁকে জিজ্ঞাসাবাদ করেন আধিকারিকরা। তাঁর কাছ থেকে পাওয়া যায় রাইফেল ও বুনো পশুর চামড়া। গলফার জ্যোতি সিংহ ও তাঁর সঙ্গী মহেশ বিরাজদারকে গ্রেফতার করা হয় এরপর।
১৯৯৪ সাল থেকে ভারতীয় গলফে একটি উল্লেখযোগ্য নাম জ্যোতি সিংহ রণধাওয়া। ২০০৫, ২০০৭, ২০০৮ এবং ২০০৯ সালে গলফ বিশ্বকাপে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন জ্যোতি সিংহ। ২০০৪ সাল থেকে ২০০৯ সালের মধ্যে গলফে পৃথিবীর প্রথম ১০০ জনের মধ্যে ছিলেন জ্যোতি রণধাওয়া।
Comments are closed.