করোনা মোকাবিলায় প্রশংসিত কে কে শৈলজার নাম নেই কেরলের  বিজয়ন মন্ত্রিসভায় 

সদ্য শেষ হওয়া কেরল ভোটে মাটটানুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি

কেরলে করোনা মোকাবিলায় যে মহিলার নাম গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছিল, সেও কে কে শৈলজারই নাম নেই নতুন বিজয়ন সরকারের মন্ত্রিসভায়।

শিক্ষক শৈলজা নামে পরিচিত ছিলেন তিনি।  এর আগে নিপা ভাইরাস মোকাবিলায় প্রশংসিত হয়েছিলেন শৈলজা। এরপর কেরলের করোনা ভাইরাস মোকাবিলাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কে কে শৈলজার।

সদ্য শেষ হওয়া কেরল ভোটে মাটটানুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। ৬০ শতাংশের বেশি ভোটে জয়লাভ করেন সিপিএম প্রার্থী।

নতুন মন্ত্রিসভা সম্পর্কে কথা বলতে গিয়ে সিপিএম নেতা এএন শামসির বলেছেন, আগের মন্ত্রিসভা থেকে শুধুমাত্র মুখ্যমন্ত্রী আছেন। বাকি ১১ জনই নতুন মন্ত্রী। নতুন মন্ত্রিসভয় তরুণ ও প্রবীণদের নিয়ে তৈরি। আমাদের দল থেকে বাদ দেওয়া হচ্ছে না কোনও নেতাকে। মন্ত্রিসভায় পুরনো মুখের তুলনায় প্রাধান্য দেওয়া হচ্ছে নতুনদের। আগামী ২০ মে কেরলে পিনারাই বিজয়ন সরকার শপথ নেবে।

Comments are closed.