নোবেলজয়ীর পাশে গানওয়ালা। অমর্ত্য সেন এবং বিশ্বভারতীর মধ্যে জমি বিতর্ক নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। নোবেলজয়ী অর্থনীতিবীদকে হেনস্থা করছে বিশ্বভারতী। এই অভিযোগে ইতিমধ্যেই সমাজের একাধিক স্তর থেকে প্রতিবাদে সরব হয়েছেন অনেকে। অমর্ত্য সেনকে উচ্ছেদের নোটিসের বিরোধিতা জানিয়ে “বিশ্বভারতী বাঁচাও” কমিটি নামে সংগঠন প্রতীচীর সামনে মঞ্চ তৈরি করে বিক্ষোভে বসতে চলেছে। ওই মুক্ত মঞ্চেই রবীন্দ্র সংগীতের একক অনুষ্ঠান করবেন কবীর সুমন।
জানা গিয়েছে, আগামী ৬ মে প্রতীচীর সামনে ওই প্রতিবাদ মঞ্চে গায়ক কবীর সুমন ছাড়াও উপস্থিত থাকবেন যোগেন চৌধুরী, শুভাপ্রসন্ন, গৌতম ঘোষের মতো বিশিষ্টজনের। ওই অনুষ্ঠানেই একক অনুষ্ঠান করবেন কবীর সুমন। বিশ্বভারতী বাঁচাও কমিটির আশা, কবীর সুমনের অমুষ্ঠান ঘিরে বিপুল মানুষের জনসমাগম হবে।
এদিকে অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়ে ইতিমধ্যেই বিশ্বভারতী কর্তৃপক্ষ ও কেন্দ্রকে তীব্র আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ইতিমধ্যেই তিনি নিজে গিয়ে নোবেলজয়ীর হাতে জমির কাগজ তুলে দিয়ে এসেছেন। পাশাপাশি তৃণমূলের তরফে একাধিকবার বিক্ষোভও জানানো হয়েছে।
এদিকে বিশ্বভারতী কর্তৃপক্ষের অভিযোগ, অতিরিক্ত জমি দখল করে রেখেছেন অমর্ত্য সেন। বিতর্ক গড়িয়েছেন আদালতেও। যদিও সম্প্রতি উচ্ছেদের নোটিসেও স্থগিতাদেশ দিয়েছে আদালত।
Comments are closed.