বিস্ফোরক অভিযোগ মাদক যোগে ধৃত বিজেপি নেত্রী পামেলা গোস্বামীর। চক্রান্ত করে তাঁকে ফাঁসিয়েছেন বিজেপি নেতা রাকেশ সিংহ। আদালতে ঢোকার সময় সাংবাদিকদের সামনে চিৎকার করে পামেলা গোস্বামী দাবি করেন।
বিজেপির কেন্দ্রীয় নেতা তথা বাংলার দায়িত্বপ্রাপ্ত কৈলাস বিজয়বর্গীয়র ঘনিষ্ঠ রাকেশ সিংহ। শুক্রবার মাদক যোগে গ্রেফতার হন বিজেপি যুব মোর্চার সম্পাদক পামেলা গোস্বামী। শনিবার তাঁকে আলিপুর আদালতে আনা হলে সাংবাদিকদের দেখে পামেলা দাবি করেন, তাঁকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। চক্রান্ত করেছেন কৈলাস ঘনিষ্ঠ বিজেপি নেতা রাকেশ সিংহ। তাৎপর্যপূর্ণ ভাবে ধৃত বিজেপি নেত্রী সিআইডি তদন্তের দাবি করেন।
[আরও পড়ুন- ক্ষমতায় এলেই স্কুল পাঠ্যে ঢুকবে রামের ইতিহাস, বললেন বিজেপি নেতা অনুপম হাজরা]
পামেলা গোস্বামী একের পর এক বিস্ফোরক অভিযোগ করলে এ বিষয়ে মুখ খোলেননি মাদক যোগে ধৃত অপর বিজেপি নেতা প্রবীর দে।
পামেলার তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন আলিপুর চিড়িয়াখানা এলাকার বিজেপি নেতা রাকেশ সিংহ। পাল্টা পুলিশের বিরুদ্ধে অভিযোগ করে জানিয়েছেন, পামেলাকে জোর করে এসব কথা বলানো হচ্ছে। আগে রাখি পড়ালেও গত দেড় বছর ধরে পামেলার সঙ্গে কোনও সম্পর্ক নেই তাঁর বলে দাবি করেছেন রাকেশ সিংহ।
Comments are closed.