সাধারণ ফ্লু’কে ফুলিয়ে ফাঁপিয়ে তুলে ধরছে মিডিয়া! সংক্রমিত হয়ে লিখলেন কঙ্গনা

করোনা আসলে সাধারণ ফ্লু। এমনই মনে করেন বিতর্কিত অভিনেতা কঙ্গনা রানাউত। শনিবার ইন্সটাগ্রামে কোভিড পজিটিভ হওয়ার কথা জানান কঙ্গনা। লেখেন, করোনা একটা সামান্য ফ্লু। যা নিয়ে বাড়াবাড়ি করে প্রচার করছে সংবাদ মাধ্যম। কঙ্গনার মতে কোভিড নিয়ে সংবাদ মাধ্যমের বাড়াবাড়ির ফলেই আতঙ্কে ভুগছেন সাধারণ মানুষ।

 

View this post on Instagram

 

A post shared by Kangana Ranaut (@kanganaranaut)

গত কয়েকদিন ধরে খুব দুর্বল। চোখে জ্বালা অনুভব করেন। হিমাচলে নিজের বাড়ি যাবেন বলে মনস্থির করেছিলেন। কিন্তু এর আগেই কোভিড পরীক্ষায় রেজাল্ট পসিটিভ আসে। তিনি জানান, আমি নিজেকে আলাদা করে রেখেছি। এই ভাইরাসটি তার শরীরে পার্টি করছে বলে কোনও ধারণাই করতে পারেননি তিনি। জানান কঙ্গনা। সাধারণের উদ্দেশ্যে তার বার্তা, এই ভাইরাসকে ভয় করলে এটিও ভয় দেখাবে।

বাংলায় ভোটের ফলাফল ঘোষণার পরেই একের পর এক বিতর্কিত টুইট করেছেন কঙ্গনা। সাসপেন্ড হয়েছে কঙ্গনার টুইটার হ্যান্ডল। কিন্তু তাতেও পরোয়া নেই তাঁর। এবার ইন্সটাগ্রামকে হাতিয়ার করলেন।

Comments are closed.