বিয়ের মণ্ডপে উঠে এল রাজ্য সরকারের কন্যাশ্রী, রূপশ্রী, সবুজসাথী, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প

এবার বিয়ের মণ্ডপে কন্যাশ্রী, রূপশ্রী, সবুজসাথী, স্বাস্থ্যসাথী। শুনতে অবাক লাগলেও এমন হয়েছে নবদ্বীপের তৃণমূল নেত্রী মণিকা চক্রবর্তীর বাড়িতে। ছেলের বিয়েতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাফল্যকে তুলে ধরতে বিয়ের তত্ত্বের ডালার মধ্যে তিনি ফুটিয়ে তুলেছেন নানা প্রকল্পের কথা।

নবদ্বীপ বড়ালঘাট পবিত্রময় সেনগুপ্ত রোডের বাসিন্দা ১০ নম্বর ওয়ার্ড কো- অডিনেটর তথা শহর তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী মণিকা চক্রবর্তীর ছেলের বিয়ে ২ ফেব্রুয়ারি। বিয়েতে হবু বৌমার কৃষ্ণনগরের বাড়িতে তত্ত্ব পাঠানোর জন্য সাজানো হয়েছে ডালা। সেই সব ডালার নাম দেওয়া হয়েছে কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী, লক্ষীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, শিশুসাথী নামের সব প্রকল্পের। কন্যাশ্রীর ডালায় রাখা হয়েছে সাজগোজের জিনিস আবার লক্ষ্মীর ভান্ডার নামের ডালায় রাখা হয়েছে সিঁদুর, লক্ষ্মীর মূর্তি, স্বাস্থ্যসাথীর ডালায় আছে মাস্ক, সাবান, স্যানিটাইজার, তুলো ইত্যাদি।

২৭ বছর ধরে রাজনীতির সঙ্গে যুক্ত কো- অডিনেটর তথা শহর তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী মণিকা চক্রবর্তী। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে সাধারণ মানুষ যেসব উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা পাচ্ছেন, যা তুলে ধরতেই আমার পরিবারের এই সিদ্ধান্ত।

Comments are closed.