আসতে চলছে জনপ্রিয় টিভি শো কৌন বনেগা ক্রোড়পতির সিজন ১৪। জানা গিয়েছে, ২০২২ সেপ্টেম্বরের ১ তারিখ থেকে সম্প্রচারিত হবে নতুন সিজন। এবারেও সঞ্চালকের আসনে থাকছেন অমিতাভ বচ্চন। অনেকেই এই শো-তে গিয়ে নিজেদের ভাগ্য যাচাই করতে চান। হিন্দি ছবির মহানায়কের সামনে বসে খেলতে চান “ অদ্ভুত খেল”। সম্প্রতি চ্যানেল কর্তৃপক্ষের তরফে নতুন সিজনে অংশ গ্রহণের পদ্ধতি জানানো হয়েছে।
কীভাবে নাম নথিভুক্ত করবেন?
৯ এপ্রিল সকাল ৯টা থেকে নাম রেজিট্রেশনের প্রক্রিয়া শুরু হয়েছে, চলবে ১ সেপ্টেম্বর অর্থাৎ শো সম্প্রচারের দিন পর্যন্ত। SMS অথবা Sonylive App-এর মাধ্যমে কেবিসি’তে অংশ নেওয়ার জন্য নাম রেজিস্ট্রেশন করতে পারবেন।
আগ্রহীরা নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন Sonylive App অথবা www.sonyliv.com এবং sony tv. উল্লেখিত ওয়েবসাইটে গিয়ে আগ্রহীরা রেজিস্ট্রেশন সংক্রান্ত বিস্তারিত তথ্য, শোয়ের ফরম্যাট সহ যাবতীয় তথ্য জানতে পারবেন।
শোয়ের কর্তপক্ষের তরফে আরও জানানো হয়েছে, কেবিসি-১৪ খেলায় নির্বাচিত হওয়ার জন্য মে মাসের মধ্যে প্রতিযোগীদের নির্দিষ্ট কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। অনালাইনে রেজিস্ট্রিশনের জন্য প্রতিযোগীদের Sonylive App টি নিজেদের ফোনে ডাউনলোড করতে হবে।
Sonylive App-এ গিয়ে রেজিস্ট্রেশনের পদ্ধতি:
App খোলার পরে KBC লিংকে ক্লিক করতে হবে। লিংক ক্লিক করার সঙ্গে সঙ্গে ফোনের স্ক্রিনে প্রশ্ন দেখাবে। প্রশ্নের উত্তরের পর একটি ফর্ম ফিলাপ করতে হবে। এরপর ‘Submit” বাটনে ক্লিক করলেই আপনার রেস্ট্রিশনের প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে।
Comments are closed.