কেরলে ইতিহাস গড়ার পথে বামেরা, প্রবণতায় অনেকটা পিছিয়ে কংগ্রেস

কেরলে ইতিহাস গড়ার পথে বাম জোট। সাম্প্রতিককালে পরপর দু’বার মানুষের ভোটে জিতে মসনদে পিনারাই বিজয়ন সরকার।
১৪০ আসন বিশিষ্ঠ কেরল বিধানসভার ভোট গণনা চলছে। এখানে ম্যাজিক ফিগার ৭১। ইতিমধ্যেই অনেকটা এগিয়ে রয়েছে বামেরা। বামেদের এলডিএফ জোট এগিয়ে রয়েছে ৭২ আসনে। সিপিএম এগিয়ে রয়েছে ৫৫ টির বেশি আসনে। অন্যদিকে সিপিআই এগিয়ে রয়েছে ১৬ টি আসনে। কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ জোট এগিয়ে রয়েছে ৪০ টি আসনে। বিজেপি ৩টিতে এগিয়ে।

এর আগে বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, জানা গিয়েছিল কেরলে ফের লাল ঝড় বইতে চলেছে। ৪০ বছরের প্রথা ভেঙে ফের ক্ষমতায় ফিরতে চলেছে বামেরা বলে জানা গিয়েছিল। প্রবণতা অন্তত এগিয়ে রেখেছে বামেদেরই।

Comments are closed.