দিনহাটা, গোসাবা, শান্তিপুরের পর খড়দা। খড়দায় জয়ী হলেন তৃণমূল প্রার্থী শোভনদেব চ্যাটার্জি। ৯৩ হাজার ৮৩২ ভোটে জয়ী হলেন তিনি। ১ লক্ষ ১৩ হাজার ৬৪৭ ভোট পেয়েছেন তিনি। এর আগে দিনহাটায় ১ লক্ষ ৬৩ হাজার ৭ ভোটে জয়ী হয়েছেন উদয়ন গুহ।
এর আগেও একুশের ভোটে ভবানীপুর কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী ছিলেন শোভনদেব চ্যাটার্জি। এরপর ওই আসন থেকে পদত্যাগ করেন তিনি। ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী ছিলেন মমতা ব্যানার্জি। উপনির্বাচনে ৬৮ হাজারের বেশি ভোটে জয়ী হন মমতা ব্যানার্জি।
Comments are closed.