খেলা হবে খুব পপুলার হয়ে গেছে, খেলা কিছুটা হয়েছে, আরও হবে, খেলা দিবসের সূচনায় বললেন মুখ্যমন্ত্রী

দিল্লি থেকে শুরু করে ইউপি, রাজস্থান সব জায়গায় আওয়াজ উঠছে খেলা হবে। পার্লামেন্টেও শোনা গেছে খেলা হবে। খেলা হবে খুব পপুলার হয়ে গেছে, মানুন ছাই না মানুন। বাংলার স্লোগান খেলা হবে আমাদের গর্ব। নেতাজী ইনডোরে খেলা দিবসের সূচনায় বললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিন মুখ্যমন্ত্রীর মুখে শোনা যায় খেলা কিছু হয়েছে আরও হবে। এর মাধ্যমে তৃণমূল নেত্রী আবারও বুঝিয়ে দিলেন এবার খেলা হবে দিল্লি দখলের। মুখ্যমন্ত্রীর কথায়, খেলার মাধ্যমে সুস্বাস্থ্য সভ্যতা গড়ে ওঠে। প্রতিটি খেলা আমাদের কাছে খুব প্রিয়।

এদিন ইস্টবেঙ্গল ক্লাবের জন্য বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী, বলেন, চুক্তি হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাবও আইএসএলে খেলবে। এদিন তিনি আবার মনে করিয়ে দেন, প্রতিবছর ১৬ অগাষ্ট খেলা হবে দিবস পালিত হবে। খেলা হবে স্লোগানকে চিরস্থায়ী করতে হবে কাজের মাধ্যমে। খেলা হবে স্লোগানকে ছড়িয়ে দিতে হবে চারদিকে। তা আরও বেশি করে কার্যকর করতে হবে ক্লাবগুলিকে। এদিন ২৫ হাজার ক্লাবকে ৫ লক্ষ টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী জানান, আইএফএর অন্তর্ভুক্ত ৩০৩টি ক্লাবকে ১০টি করে বল ও মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহামেডান ক্লাবকে ১০০টি করে বল দেওয়া হবে। এদিন মমতা জানান, আইএফএ বাংলা ফুটবল দলের জন্য নতুন জার্সি তৈরি করেছে। সেই জার্সিরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

জঙ্গলমহলে সমাজের মূল স্রোতে ফিরে আসা ২২০ জনকে স্পেশাল হোমগার্ড পদে নিয়োগ দেওয়া হয়। মুখ্যমন্ত্রী জানান, এর আগেও কয়েকহাজার চাকরির নিয়োগপত্র দেওয়া হয়েছে।

Comments are closed.