বিজেপি জল্পনার মাঝেই মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে হাজির সব্যসাচী দত্ত, তুললেন জলাজমি ভরাটের ইস্যু

সম্প্রতি বিধায়কদের নিয়ে মুখ্যমন্ত্রীর বৈঠকে গরহাজির ছিলেন। বিধাননগর পুরসভায় আস্থা ভোটের আগে ইস্তফা দিয়ে বিজেপিতে যাওয়ার জল্পনা উসকে দিয়েছিলেন সব্যসাচী দত্ত। বলেছিলেন, জলা ও পুকুর ভরাট করার বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পেরে ইস্তফা দিচ্ছেন। শুক্রবার উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে হাজির হয়েও একই কথা শোনা গেল বিধায়ক সব্যসাচী দত্তের গলায়।
সব্যসাচী দত্ত এদিনের বৈঠকে যোগ দেবেন কিনা তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। বৈঠকে উপস্থিত হয়ে সব্যসাচী দত্ত বলেন, উত্তর ২৪ পরগনায় পুকুর ও জলাজমি ভরাট করার প্রবণতা দেখা যাচ্ছে। এ বিষয়ে মুখ্যমন্ত্রীকে প্রয়োজনীয় নির্দেশ দিতে অনুরোধ করেন সব্যসাচী দত্ত।
সব্যসাচীর বক্তব্যকে বিশেষ আমল দেননি মুখ্যমন্ত্রী। তবে তিনি বলেন , পুকুর, জলাজমি যেন ভরাট না হয়, তা সবাইকে দেখতে হবে। সব্যসাচীকে মুখ্যমন্ত্রী বলেন, ‘তোরা তো মিউনিসিপালিটি চালিয়েছিল, জানিস তো কী করতে হয়।
লোকসভা নির্বাচনের পর এদিনই প্রথম কোনও জেলায় প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। সমস্ত প্রকল্প ধরে ধরে জেলা শাসক এবং আমলাদের কাছে কাজের হিসেব নেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Comments are closed.