নিখোঁজ ব্যক্তির সন্ধান মিলতে পারে সহজেই। খোঁজ দেবে মোবাইল অ্যাপ। এমনই এক অ্যাপ চালু করল রাজ্য পুলিশ। সোমবারই ‘খোয়া-পাওয়া’ নামে নতুন এই অ্যাপের উদ্বোধন করেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য।
অ্যাপের উদ্বোধন করে ডিজি বলেন, এতদিন কোনও নিখোঁজ ব্যক্তিকে খুঁজতে পুলিশকে যথেষ্ট বেগ পেতে হত। কোনও মৃত দেহ উদ্ধার হলেও তা সনাক্ত করতে পুলিশকে অনেক সমস্যার সম্মুখীন হতে হত। আর্টিফিসিয়াল ইন্টালিজেন্সর মাধ্যমে নতুন এই অ্যাপ পুলিশের কাজ অনেকটাই সহজ করবে। সাধারণ মানুষও এই অ্যাপ ব্যহার করতে পারবেন।
পরিবারের কেউ নিখোঁজ হলে, তাঁর সন্ধানে এলাকায় এলাকায় পোস্টার লাগানো হত। এছাড়াও খবরের কাগজে বিজ্ঞাপন। বর্তমান সময়ে সোশ্যাল সাইডেও হারানো ব্যক্তির খোঁজ চেয়ে অনেকে পোস্ট করেন। তবে নতুন এই অ্যাপের মাধ্যমে সেই কাজ অনেকটাই সহজ হবে বলে আশাবাদী রাজ্য পুলিশের কর্তারা। অ্যাপের ব্যবহার করে শুধু নিখোঁজ ব্যক্তির সন্ধানই নয়, সেই সঙ্গে অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধার হলেও তা সহজেই শনাক্ত করা যাবে বলে দাবি রাজ্য পুলিশের। খোয়া পাওয়া অ্যাপটি বর্তমানে এন্ড্রয়েড ফোনের প্লে স্টোরে গেলেই মিলবে।
Comments are closed.