শহরে ফের অঙ্গদানের নজির, ব্রেনডেথ ব্যক্তির কিডনি, লিভার, হৃদপিণ্ড, কর্নিয়া প্রতিস্থাপন হবে কলকাতাতেই
শহরে আবারও অঙ্গদানের নজির। নিউ ব্যারাকপুরের এক ব্যক্তির ব্রেনডেথ হয় বৃহস্পতিবার। এরপর তাঁর অঙ্গদানের সিদ্ধান্ত নেয় পরিবার। তাঁর কিডনি, লিভার, হৃদপিণ্ড, কর্নিয়া দান করেছে তাঁর পরিবার। পরিবারের দাবি, ওনার শরীরের বিভিন্ন অঙ্গদানের মাধ্যমেই তিনি বেঁচে থাকবেন অন্যদের মধ্যে।
নিউ ব্যারাকপুরের বাসিন্দা ৪৯ বছরের ওই ব্যক্তির ব্রেনডেথ হয় ফুলবাগানের একটি বেসরকারি হাসপাতালে। এরপর তাঁর কিডনি, লিভার, হৃদপিণ্ড, কর্নিয়া দান করার সিদ্ধান্ত নেয় পরিবার। ওই ব্যক্তির একটি কিডনি এসএসকেএম হাসপাতালে প্রতিস্থাপন করা হবে। পশ্চিম মেদিনীপুরের ১৮ বছরের এক যুবকের শরীরে প্রতিস্থাপন হবে কিডনি। অপর একটি কিডনি ফুলবাগানের এক বেসরকারি হাসপাতালে দান করা হবে। ৫৪ বছর বয়সি এক মহিলার শরীরে প্রতিস্থাপন করা হবে অপর কিডনি। হৃদপিণ্ড প্রতিস্থাপন করা হবে হাওড়ার ৩৮ বছরের এক ব্যক্তির শরীরে। মুকুন্দপুরের এক বেসরকারি হাসপাতালে হবে প্রতিস্থাপন প্রক্রিয়া। কর্নিয়া দান করা হয়েছে এক বেসরকারি চক্ষু হাসপাতালে।
Comments are closed.