KIFF 2021: নবান্নে মমতা, মুম্বই থেকে SRK, করোনা আবহে শুরু কলকাতা ফিল্ম ফেস্টিভাল, দেখুন ফটো গ্যালারি
এবারের ট্যাগ লাইন দ্য শো মাস্ট গো অন
২৬ তম কলকাতা আন্তর্জাতিক চলচিত্র উৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শাহরুখ খান যোগ দিলেন ভার্চুয়াল মাধ্যমে।
করোনা আবহে এবার ফিল্ম ফেস্টিভাল করা যাবে কিনা তা নিয়ে সংশয় ছিল। কিন্তু সমস্ত সংশয় দূর করে শেষ পর্যন্ত শুরু হয়ে গেল কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভাল।
এদিন মুম্বই থেকে ভার্চুয়ালি যোগ দেন শাহরুখ খান। তিনি বলেন, প্রতিবার এই সময় আমি কলকাতায় থাকি। কিন্তু এবার পারলাম না। মন খারাপ আমার। তারপরই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলেন, এবার মমতাদিকে জড়িয়ে ধরা হল না। ঠিক আছে, পরেরবার গিয়ে এবারের অভাব পুষিয়ে নেব। হাসির রোল গোটা প্রেক্ষাগৃহে। মমতা ব্যানার্জি শাহরুখকে রাখিতে আসার নেমন্ত্রন করেন। বলেন রাখিতে কিন্তু আসতেই হবে। কোন অজুহাত শুনব না।
অনুষ্ঠানে হাজির ছিলেন মুম্বইয়ের পরিচালক অনুভব সিনহা। ছিলেন টালিগঞ্জের তারকারাও।
করোনা আবহে এবার অতিথিদের জন্য বিশেষ মাস্কের ব্যবস্থা করেছে রাজ চক্রবর্তীর নেতৃত্বে উৎসব কমিটি। এবারের ফেস্টিভাল শুরু হবে অপূর্ব সংসার ছবি দিয়ে। শনিবার থেকে ৪৫ টি দেশের ৮১ টি সিনেমা দেখান হবে।
Comments are closed.