নাসিক থেকে মুম্বই অভিমুখে যাত্রা শুরু করল কৃষকদের লং মার্চ। কথা ছিল, বুধবার, তাত্ত্বিক বামপন্থী নেতা গোবিন্দ পানসারের চতুর্থ মৃত্যুবার্ষিকী, ২০ ফেব্রুয়ারি নাসিক থেকে শুরু হয়ে ২৭ ফেব্রুয়ারি বিপ্লবী চন্দ্রশেখর আজাদের ৮৮ তম মৃত্যুবার্ষিকীতে কৃষকদের দীর্ঘ পদযাত্রা শেষ হবে মুম্বইয়ে। কিন্তু নাসিক প্রশাসন পদযাত্রার অনুমতি দেয়নি। যদিও লং মার্চ করার দাবিতে অনড় ছিলেন সারা ভারত কিষাণ সভার নেতারা। বুধবার পুলিশ প্রশাসনের সঙ্গে সারাদিন টানাপোড়েন চলে কৃষক নেতাদের। রাজ্যের বিভিন্ন জায়গায় নাসিকমুখী কৃষকদের জোর করে আটকানো হচ্ছে, এই অভিযোগে ক্ষোভে ফেটে পড়েন কৃষক নেতৃবৃন্দ। ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে বুধবার রাতেই নাসিকে গিয়ে কৃষক নেতৃত্বের সঙ্গে দেখা করেন মহারাষ্ট্রের মন্ত্রী গিরীশ মহাজন। তিনঘণ্টারও বেশি সময় ধরে চলা বৈঠক শেষে মন্ত্রী কিছু না বললেও কিষাণ সভার সভাপতি অশোক ধাওয়ালে বলেন, ‘সরকার কৃষকদের প্রায় ৮০ শতাংশ দাবির সঙ্গেই সহমত পোষণ করেছেন। মন্ত্রী গিরীশ মহাজন জানিয়েছেন তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে এ ব্যাপারে কথা বলে সিদ্ধান্তের কথা জানাবেন।‘ সরকারি প্রতিশ্রুতি লিখিত আকারে দেওয়া হবে বলেও জানিয়েছেন সারা ভারত কিষাণ সভার সভাপতি।
এই প্রেক্ষিতে যতক্ষণ না সরকারের তরফে দাবি পূরণের লিখিত প্রতিশ্রুতি পত্র কৃষকদের হাতে এসে পৌঁছচ্ছে, ততক্ষণ পদযাত্রা চলবে বলে কৃষক সংগঠন সূত্রের খবর। বৃহস্পতিবার সকাল ৯টায় নাসিকের মুম্বই নাকা ময়দান থেকে লং মার্চ শুরু করেছেন কৃষকরা। এবারের লং মার্চ বহরে গতবারের মিছিলকেও ছাপিয়ে যাবে বলে মনে করছেন কৃষক সভা নেতৃত্ব।
Comments are closed.