KMC: ১ দিন পিছিয়ে শুক্রবার শুরু ভ্যাকসিনের স্লট বুকিং, শনিবার টিকা

বুধবার কলকাতা পুরসভার সদস্যদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন ফিরহাদ হাকিম

অ্যাপে টেকলিক্যাল ত্রুটির কারণে ভ্যাকসিনের স্লট বুকিং পিছিয়ে শুক্রবার সকাল ১১ টা থেকে শুরু করার সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা।

বুধবার কলকাতা পুরসভার সদস্যদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন ফিরহাদ হাকিম। সেখানে সিদ্ধান্ত গৃহীত হয়। মোট ১০২ টি স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়ার কথা ঘোষণা হয়। পুর প্রশাসকমণ্ডলীর সদস্য অতীন ঘোষ জানিয়েছেন, শুক্রবার সকাল ১১টা থেকে স্লট বুকিং শুরু হবে। শনিবার থেকে পাওয়া যাবে কোভিশিল্ডের প্রথম ডোজ।

তিনি আরও জানিয়েছেন, ৪৫ বছরের ঊর্ধ্বদের লাইনে না দাঁড়িয়ে ফোনের মাধ্যমে টিকা নেওয়ার ব্যবস্থা চালু করেছে কলকাতা পুরসভা। এর জন্য ৮৩৩৫৯৯৯০০০ নম্বরে হোয়াটসঅ্যাপে ইংরেজিতে ‘Hi’ লিখে পাঠাতে হবে।

বুধবার ঘূর্ণিঝড় যশ দক্ষিণবঙ্গের উপর প্রভাব ফেললেও কলকাতায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি। তাই বৃহস্পতিবার থেকে টিকাকরণের কাজ শুরু করার কথা ভেবেছিল পুরসভা। সেই অনুয়াযী নির্দেশিকায় বলা হয়েছিল, সকাল ৮ থেকে দুপুর ২ টো পর্যন্ত হকার ও পরিবহণ কর্মীদের ভ্যাকসিনেশন চলবে। এরপর দুপুর ২ টো থেকে ৪ টে পর্যন্ত সাধারণ মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে।

Comments are closed.