বৃষ্টি মানেই কলকাতার বেশ কয়েকটি অঞ্চল কার্যত জলের তলায়। বর্ষাকালে এটাই শহরের পরিচিত ছবি। জল যন্ত্রণা নিয়ে শহরবাসীর একাংশের দীর্ঘ দিনের অভিযোগ রয়েছে। এই অবস্থায় বঙ্গোপসাগরে অবস্থিত নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হওয়া অফিস। স্বাভাবিক ভাবেই জমা জল নিয়ে চিন্তিত শহরের এক অংশের বাসিন্দারা। এই পরিস্থিতিতে ভারী বৃষ্টি হলেও যাতে জল যন্ত্রণা ভোগ করতে না হয়, সেই লক্ষ্যে প্রস্তুতি শুরু করল কলকাতা পুরসভা। জানা গিয়েছে, ইতিমধ্যেই পুরসভার সংশ্লিষ্ট দফতরের আধিকারিক ও ইঞ্জিনিয়াদের নিয়ে একটি প্রস্তুতি বৈঠক করেছেন নিকাশি দফতরের মেয়র পারিষদ তারক সিংহ। সমস্ত বোরোর ইঞ্জিনিয়াররাও এই বৈঠকে হাজির ছিলেন।
জানা গিয়েছে, এই ক’দিন শহরের ৭৮ টি পাম্পিং স্টেশনই চালু রাখতে বলা হয়েছে। যে অঞ্চলগুলি জল জমার জন্য ‘বিখ্যাত’ সে সব অঞ্চলের বোরোগুলোকে ২৪ ঘন্টা সতর্ক থাকতে বলা হয়েছে। সেই সঙ্গে সমস্ত লক গেটেগুলোতে বিশেষ নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠক শেষে তারক সিংহ দাবি করেন, খুব অস্বাভাবিক বৃষ্টি না হলে সে সব অঞ্চলে জল জমে, এবারে তা সহজেই বেড়িয়ে যাবে। পুরসভা সবরকমের ব্যবস্থা করে রেখেছে।
উল্লেখ্য, আবহাওয়া দফতর সূত্রে খবর, ওড়িশা উপকূলে বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। যার ফলে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার পর্যন্ত কলকাতাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে।
Comments are closed.