২০১৯-এর পর ২০২২, বউবাজারে ফিরছে ফাটল আতঙ্ক। বাড়ি ছাড়তে হল মদন দত্ত লেনের একাধিক বাসিন্দাকে। আর এই ফাটলের জেরেই আপাতত ওই অঞ্চলে মেট্রোর কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। জানা গিয়েছে, ডিসেম্বর মাস পর্যন্ত কাজ বন্ধ থাকতে পারে। রেল বোর্ডের তরফে একটি এক্সপার্ট টিম পাঠানোরও পরিকল্পনা করা হয়েছে বলে খবর।
কেএমআরসিএলের পক্ষ থেকে জানানো হয়েছে, জল ঢোকা বন্ধ করতে আপাতত গ্রাউটিং-এর কাজ করে যাবে মেট্রো। তবে কলকাতার বৃষ্টি বাড়তি চিন্তা বাড়াচ্ছে ইঞ্জিনিয়ারদের। জানা গিয়েছে, এখনও পর্যন্ত জল ঢোকা বন্ধ হয়নি। তার মধ্যে বৃষ্টি বাড়ার পূর্বাভাস রয়েছে। ফলত সব দিক থেকেই পরিস্থিতি বেশকিছুটা উদ্বেগজনক।
২০১৯ সালের ৩১ আগস্ট ফাটলের কারণে বিবি গাঙ্গুলি স্ট্রিট, বউ বাজার স্ট্রিট, দূর্গা পিতুরি লেনের বহু বাসিন্দাকে ঘরছাড়া হতে হয়েছিল। তিন বছর পর সেই স্মৃতিই ফিরে এলো। দূর্গা পিতুরি লেনের পাশের রাস্তা মদন দত্ত লেন এবং বিবি গাঙ্গুলি স্ট্রিটের বেশ কয়েকটি বাড়িতে ফের ফাটল দেখা দিয়েছে। শুক্রবার ভোর রাতেই হঠাৎ কয়েকটা বাড়িতে ফাটল দেখা দেয়। তড়িঘড়ি করে বাড়ি ছাড়েন বাসিন্দারা। এই অবস্থায় শুক্রবার সকালেই এলাকায় যান তৃণমূল সাংসদ সুদীপ ব্যানার্জি, কাউন্সিলর বিশ্বরূপ দে। এছাড়াও বিজেপি নেতা সজল ঘোষ, সিপিএম নেতা মহম্মদ সেলিমও ঘটনাস্থল ঘুরে দেখেন। ইতিমধ্যেই ফাটল ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।
Comments are closed.