জেলার স্বাস্থ্যকেন্দ্রে টিকার অভাব থাকায় সেখাকার বেশিরভাগ বাসিন্দাই কলকাতার টিকা কেন্দ্রে আসছেন। আর এর ফলে ভ্যাকসিন নেওয়া থেকে বঞ্চিত হচ্ছেন অনেক কলকাতা বাসীই। ভ্যাকসিন সেন্টারে গিয়েও দীর্ঘ লাইন দেখে তাঁরা ফিরে আসছেন। এমনই বিস্ফোরক তথ্য উঠে এসেছে। যার জের ফের বদলানো হল, টিকাকরণের সময়সূচি।
সম্প্রতি কলকাতা পুরসভার স্বাস্থ্য কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে একটি সার্ভে চালান। সার্ভের রিপোর্টে জানা যায়, প্রথম ডোজ নিলেও অনেকেই সেকেন্ড ডোজ নেননি। কলকতায় ১৮ বছরের বেশি বয়েসীর ৮৭% প্রথম ডোজ নিলেও দ্বিতীয় ডোজ নিয়েছেন মাত্র ৪০% এর কিছু বেশি। সেকেন্ডে ডোজ নেওয়ার ক্ষেত্রে কলকাতাবাসীর ভোগান্তি কমাতে নতুন সময় সূচি জানালো পুরসভা।
নয়া নির্দেশিকা অনুযায়ী, সকাল থেকে দুপুর দু’টো পর্যন্ত শুধু দ্বিতীয় ডোজ দেওয়া হবে। ২ টোর পরে প্রথম ডোজ। বৃহস্পতিবার থেকেই পরিবর্তিত সময় কার্যকরী হবে।
চিকিৎসকের মতে করোনার তৃতীয় ঢেউ আসার সম্ভবনা রয়েছে। পাশাপাশি সামনের মাস থেকেই শুরু হচ্ছে উৎসবের মরশুম। জমায়েতের জেরে করোনা সংক্রমণ বাড়তে পারে। এই আবহে সংক্রমণকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে তৎপর পুরসভা। যার জেরে পুজোর আগেই শহরবাসীর টিকাকরণ করতে উদ্যোগী পুরো কর্তৃপক্ষ।
Comments are closed.