ব্যবহৃত প্লাস্টিক দিয়ে এবার রাস্তা তৈরি করবে কলকাতা পুরসভা 

ফেলে দেওয়া প্লাস্টিকের পুনর্ব্যবহার নিয়ে এবার অভিনব উদ্যোগ নিল কলকাতা পুরসভা। ব্যবহৃত প্লাস্টিক দিয়ে তৈরি হবে শহরের রাস্তা, কলকাতা পুরসভা সূত্রে এমনটাই খবর। সূত্র মারফত জানা গিয়েছে, বিধান সরণি, খিদিরপুরের কার্ল মার্ক্স্ সরণি এবং বেহালার নেতাজি রোড তৈরিতে প্লাস্টিক ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত পরীক্ষামূলক প্রয়োগের জন্য এই তিনটে রাস্তাকে বেছে নেওয়া হয়েছে। নতুন পদ্ধতি কার্যকরী হলে এরপর শহরের সব রাস্তাই এই প্রযুক্তিতে তৈরি হবে বলে পুরসভা সূত্রে খবর। 

পরিবেশবিদদের মতে, এই পদ্ধতির ফলে প্লাস্টিক মুক্ত হবে পরিবেশ। সেই সঙ্গে দূষণের হাত থেকেও রক্ষা মিলবে। প্রযুক্তিবিদদের মতে, রাস্তা তৈরিতে প্লাস্টিক ব্যবহার হলে রাস্তাও অত্যন্ত মজবুত হয়, সেই সঙ্গে রাস্তার জল ধারণের ক্ষমতাও বাড়ে। কলকাতার রাস্তাঘাটের প্রধান সমস্যা হল, বর্ষার জমা জল। অল্প বৃষ্টিতেই শহরের একাধিক জায়গায় জল জমে যায়। জমা জলে যেমন মানুষের দুর্ভোগ বাড়ে, একইভাবে রাস্তাও ভীষণ ক্ষতিগ্রস্থ হয়। সেক্ষত্রে প্লাস্টিকের ব্যবহার পরিবেশ রক্ষার পাশাপাশি রাস্তা তৈরিতেও খরচ কমাবে। যে কারণেই পুরসভার এই সিদ্ধান্ত। 

যদিও রাস্তা তৈরিতে প্লাস্টিক ব্যবহারের প্রচলন অনেক আগে থেকেই শুরু হয়েছে। প্রধানমন্ত্রী সড়ক যোজনায় তৈরি হওয়া রাস্তাগুলোতে প্লাস্টিক ব্যবহার হয়ে থাকে। একই সঙ্গে বেশ কয়েকটি রাজ্য সড়ক তৈরিতেও প্লাস্টিক ব্যবহার করা হচ্ছে। মনে করা হচ্ছে, অদূর ভবিষৎ-এ রাস্তা তৈরিতে অন্যতম প্রধান উপকরণ হিসেবে প্লাস্টিকের ব্যবহার আরও অনেক বাড়বে।  

Comments are closed.