কলকাতায় চালু হল ভ্যাকসিনেশন অন হুইলস

রাজ্যের ভ্যাকসিনেশনের গতি বাড়াতে চালু হল ভ্যাকসিনেশন অন হুইলস। উদ্বোধন করেন মন্ত্রী তথা কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম। পোস্তা থেকেই শুরু হল এই প্রকল্প। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন

পুরসভার কো-অর্ডিনেটর অতীন ঘোষ, নারী ও শিশুকল্যাণ মন্ত্রী ড. শশী পাঁজা, বিধায়ক সীতানাথ ঘোষ। পোস্তা এলাকা ছাড়াও পুরো শহর কলকাতাতেই চলবে ভ্যাকসিনেশন অন হুইলস। কলকাতায় আরও দ্রুত ভ্যাকসিনেশন করতে এই উদ্যোগ রাজ্য সরকারের।

সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ভ্যাকসিনেশন অন হুইলস নামের এই বাস শহরের বিভিন্ন বাজার, ট্যাক্সি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, অটো স্ট্যান্ডে ঘুরবে। গণপরিবহনের সঙ্গে যুক্ত মানুষদের ভ্যাকসিন দেওয়াই হবে এর মূল লক্ষ্য।

দ্বিতীয় বার ক্ষমতায় এসেই রাজ্যকে করোনা মুক্ত করার প্রয়াস নিয়েছিলেন ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছিলেন, করোনার বিরুদ্ধে লড়াই হবে সরকারের মূল লক্ষ্য। জেল থেকে ছাড়া পাওয়ার পরেও টক টু কেএমসি অনুষ্ঠানে তিনি সার্বিক টিকাকরণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। বুধবার এই বিশেষ পরিষেবা নিয়ে তিনি জানান, সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত একটি বাসের মাধ্যমে এবার টিকাকরণ কর্মসূচী হবে। সেইমত বৃহস্পতিবার থেকেই শুরু হল ভ্যাকসিনেশন অন হুইলস।

পোস্তা বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বড়বাজার এলাকায় ব্যবসায়ী ও ট্রাক চালকদের ভ্যাকসিন নিয়ে প্রস্তাব দেওয়া হয়। তখনই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। সেইমত চালু ভ্যাকসিনেশন অন হুইলস।

Comments are closed.