মেডিক্যাল থেকে গায়েব ১১ লক্ষ টাকার টসিলিজুমাব ইঞ্জেকশন, অভিযোগ শাসক ঘনিষ্ঠ ডাক্তারের বিরুদ্ধে
উল্লেখযোগ্য ভাবে ঘটনায় নাম জড়িয়েছে শাসক দলের ঘনিষ্ঠ এক চিকিৎসকের
মেডিক্যাল কলেজ থেকে উধাও করোনায় ব্যবহৃত ২৬ টি টসিলিজুমাব ইঞ্জেকশন, নাম জড়ালো শাসক ঘনিষ্ঠ চিকিৎসকের।
খোদ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে উধাও করোনা চিকিৎসায় ব্যবহৃত ২৬ টি টসিলিজুমাব ইঞ্জেকশন। যার মূল্য কমপক্ষে ১১ লক্ষ টাকা। উল্লেখযোগ্য ভাবে ঘটনায় নাম জড়িয়েছে শাসক দলের ঘনিষ্ঠ এক চিকিৎসকের।
প্রভাব খাটিয়ে ওই ইঞ্জেকশন সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল ঘনিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে।
জানা গেছে, মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় ওয়েস্ট বেঙ্গল কংগ্রেস সাপোর্টার্স নামে একটি পেজ থেকে দুপক্ষের কথপোকথনের একটি অডিও ক্লিপ প্ৰকাশ করা হয়। সেই অডিও ক্লিপে কোভিড ওয়ার্ডের সিস্টার ইনচার্জের সঙ্গে শাসকদল ঘনিষ্ঠ এমার্জেন্সি মেডিক্যাল অফিসারের কথপোকথনের একটি অডিও ক্লিপ শোনা যায়।
সেখানে দেখা যায়, গত ২৪ এপ্রিল কোভিড ওয়ার্ডের ওই সিস্টার ইনচার্জের কাছ থেকে ২৬টি টসিলিজুমাব ইঞ্জেকশন নিয়ে যান এমার্জেন্সি মেডিক্যাল অফিসার। অভিযোগ ওঠে নিয়ম মেনে কোনও রসিদ দেওয়া হয়নি। পরে প্যাথলজি বিভাগের রোগীর নমুনা পরীক্ষার ফর্মে ভুয়ো প্রেসক্রিপশন দেওয়ার অভিযোগও ওঠে। নিমেষেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এই অডিও ক্লিপ।
বিষয়টি ইতিমধ্যেই তদন্ত করে দেখছে কলকাতা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। স্বাস্থ্য ভবনও খতিয়ে দেখছে। অভিযুক্ত চিকিৎসকের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Comments are closed.