এসএসকেএম-এর নার্সদের একমাস আন্দলোন বন্ধ রাখার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার রাজ্যের তরফে আদালতে জানানো হয়, নার্সদের দাবি দাওয়া খতিয়ে দেখা হচ্ছে। নার্সদের দাবি দাওয়ার বিষয়টি স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং স্বাস্থ্য দফতরের আধিকারিকরা যাচাই করে দেখছেন। এর জন্য কোর্টের কাছে সময় চেয়েছে রাজ্য। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখার্জির সওয়ালের ভিত্তিতে কোর্ট আন্দোলনকারী নার্সদের এক মাস আন্দোলন থেকে বিরত থাকার নির্দেশ দেন।
বেশ কয়েকদিন ধরেই ন্যায্য বেতন এবং বদলি সংক্রান্ত অনিয়মের অভিযোগে এসএসকেএম চত্বরে আন্দলোন করছেন নার্সরা। মাঝে তাঁরা রাস্তায় নেমে মিছিলও করেন। যদিও এই আন্দলনে মাইক ব্যবহার করা হয়েছে এই অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে একটি সংগঠন। এসএসকেএমেরে মতো রাজ্যের একটি গুরুত্বপূর্ণ হাসপাতলে মাইক ব্যবহার করে চিকিৎসা ব্যবস্থায় বাধা দেওয়া হচ্ছে, এই অভিযোগে মামলা দায়ের হয়।
এই মামলায় রাজ্যের কাছ থেকেও রিপোর্ট তলব করে কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার দু’পক্ষের বক্তব্য শুনে ১ মাস আন্দোলন স্থগিত রাখার নির্দেশ দেন হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। এদিন নার্সদের তরফে সওয়াল করেন কিশোর দত্ত।
Comments are closed.