এসসি নিয়োগ মামলায় প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহাকে ফের সিবিআই দফতরে হাজিরার নির্দেশ আদালত। সেই সঙ্গে সিবিআই চাইলে তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে বলে জানান বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। মঙ্গলবার দুপুর তিনটের মধ্যে তাঁকে নিজাম প্যালেসে হাজির হতে বলা হয়েছে।
একই মামলায় উপদেষ্টা কমিটির আরও এক সদস্য অলক কুমার সরকারকেও সিবিআই জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে জাস্টিস গাঙ্গুলির বেঞ্চ। অলক কুমার শূন্যপদ নির্ধারণের দায়িত্বে ছিলেন। পাশপাশি আগামী সোমবারের মধ্যে আদলতের সামনে কমিটির বাকি সদস্যদের সম্পত্তির হিসাব পেশ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি।
উল্লেখ্য মঙ্গলবার নিয়োগ মামলা থেকে সরে দাঁড়িয়েছে বিচারপতি জয়ম্যাল বাগচীর ডিভিশন বেঞ্চ। এর আগে সোমবার এই মামলা থেকে অব্যাহতি নেয় বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি টিএস শিবগনানমের ডিভিশন বেঞ্চ। প্রসঙ্গত এই নিয়ে কলকাতা হাইকোর্টের মোট চারটি ডিভিশন বেঞ্চ এসএসি মামলা থেকে সরে দাঁড়াল।
Comments are closed.