এসএসসি গ্রুপ-ডি নিয়োগ মামলায় হাইকোর্টে সাময়িক স্বস্তিতে রাজ্য। সিঙ্গেল বেঞ্চের সিবিআই দিয়ে অনুসন্ধানের নির্দেশে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বুধবার বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ জানায়, নিয়োগ মামলায় এখনই সিবিআই অনুসন্ধানের প্রয়োজন নেই। আগামী তিন সপ্তাহ পর্যন্ত এই নির্দেশ কার্যকরী থাকবে।
সেই সঙ্গে ডিভিশন বেঞ্চ এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদকে নির্দেশ দেয়, নিয়োগ সংক্রান্ত সমস্ত নথি মুখবন্ধ খামে করে বুধবারের মধ্যেই হাইকোর্টের রেজিস্টার জেনারেলের কাছে জমা দিতে হবে।
সোমবার এসএসসি গ্রুপ-ডি নিয়োগ মামলায় কমিশন এবং পর্ষদের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করে সিবিআই অনুসন্ধানের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। মঙ্গলবার কোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য, মধ্যশিক্ষা পর্ষদ এবং এসএসসি। মঙ্গলবারই তিনপক্ষের আবেদন গ্রহণ করে ডিভিশন বেঞ্চ। বুধবার এই মামলার শুনানির হওয়ার কথা ছিল। সেই মতো এদিন শুনানি শেষে বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ সিবিআই অনুসন্ধানের নির্দেশে তিন সপ্তাহের জন্য স্থগিতাদেশ জারি করল। এই মামলার পরবর্তী শুনানি সোমবার।
Comments are closed.