শুক্রবার শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী যখন সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি, একই সময়ে মন্ত্রীকন্যা অঙ্কিতা অধিকারীকে শিক্ষিকার চাকরি থেকে বরখাস্ত করা হল। সেই সঙ্গে হাইকোর্টের নির্দেশ, এতদিন অঙ্কিতা বেতন বাবদ যে টাকা পেয়েছেন তা ফেরত দিতে হবে। এদিন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি নির্দেশ দেন, অঙ্কিতা অধিকারীকে দুটি কিস্তিতে বেতনের সমস্ত টাকা হাইকোর্টের রেজিস্টারের কাছে জমা দিতে। প্রথম কিস্তির টাকা ৭ জুনের মধ্যে জমা দিতে হবে তাঁকে।
পরেশ অধিকারীর পাশাপাশি তাঁর কন্যাকেও আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। এদিন জাস্টিস গাঙ্গুলি জানতে চান, অঙ্কিতার পক্ষে আদালতে হাজির হওয়া সম্ভব হবে কিনা। মন্ত্রীকন্যার আইনজীবী জানান, অঙ্কিতা এখন কোচবিহার রয়েছেন। এখনই তাঁর পক্ষে কলকাতায় আসা সম্ভব না। সেই সঙ্গে বিচারপতি এসএসসি-র আইনজীবীর কাছে জানতে চান, অঙ্কিতার বিরুদ্ধে এখনও কোনও পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা। উত্তরে আইনজীবীরা জানান, আদালতে মামলাটি বিচারধীন থাকায় অঙ্কিতার বিরুদ্ধে এখনও কোনও পদক্ষেপ করেনি এসএসসি। এরপরেই এসএসসি’র ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে অঙ্কিতা অধিকারীকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দেয় হাইকোর্ট।
প্রসঙ্গত বৃহস্পতিবারের পর শুক্রবারও নিজাম প্যালেসে হাজির হয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। এদিন সকাল ১১ টা নাগাদ নিজাম প্যালেসে এসে পৌঁছান পরেশ। ইতিমধ্যেই তদন্তকারীরা তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। মূলত অঙ্কিতার নিয়োগ নিয়েই তাঁকে প্রশ্ন করা হচ্ছে বলে জানা গিয়েছে।
Comments are closed.