সিঙ্গেল বেঞ্চের রায়ে স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের, আজকের মতো CBI-এর কাছে যেতে হবে না পার্থ চ্যাটার্জিকে
এসএসসি নিয়োগ দুনীর্তির মামলায় সিবিআইয়ের কাছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জিকে হাজিরার নির্দেশ দিয়েছিল সিঙ্গেল বেঞ্চ। কিন্তু সেই নিদেশে স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ। মঙ্গলবারই বিকেল ৫.৩০ এর মধ্যে সিবিআইয়ের নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দিয়েছিল বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির সিঙ্গেল বেঞ্চ। কিছুক্ষনের মধ্যেই সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন পার্থ চ্যাটার্জির আইনজীবীরা। সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ জানায়, আগামীকাল অর্থাৎ বুধবার ১০.৩০ পর্যন্ত সিঙ্গেল বেঞ্চের রায়ে স্থগিতাদেশ থাকবে। ফলে আজকের জন্য স্বস্তিতে পার্থ চ্যাটার্জি।
আদালত সূত্রে খবর, যেহেতু সিঙ্গেল বেঞ্চের নির্দেশের কপি এখনও পর্যন্ত ডিভিশন বেঞ্চে যায়নি এবং হাইকোর্টের ওয়েব সাইটেও আপলোড করা হয়নি। সেকারণে শুধু মাত্র আইনজীবীদের মৌখিক বয়ানের ভিত্তিতে ডিভিশন বেঞ্চ কোনও রকম সিদ্ধান্ত নেবে না। বুধবার ১০.৩০ এ ডিভিশ বেঞ্চে শুনানি শুরু হবে, ততক্ষন সিঙ্গেল বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ বহাল থাকবে। এসসি নিয়োগ দুর্নীতি মামলায় এদিন সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি নির্দেশ দেন, আজকেই বিকেল ৫.৩০-এর মধ্যে পার্থ চ্যাটার্জিকে নিজাম প্যালেসে হাজিরা দিতে হবে। সেই সঙ্গে বিচারপতির তাৎপর্যপূর্ণ মন্তব্য, প্রাক্তন শিক্ষামন্ত্রী এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে গিয়ে ভর্তি হতে পারবেন না। সিবিআই চাইলে তদন্তের স্বার্থে তাঁকে গ্রেফতার করতে পারে।
Comments are closed.