হাইকোর্টে শুনানি না হওয়ার জের, হাওড়াকে বাদ দিয়ে শুধু কলকাতার ভোট সম্ভব? আইনি পরামর্শ নিচ্ছে রাজ্য নির্বাচন কমিশন
বুধবার হাওড়া ও কলকাতার পুরভোট নিয়ে শুনানি ছিল হাইকোর্ট। এদিনের শুনানির উপর নির্ভর করেছিল দুই পুরসভার ভোট ভাগ্য। তবে এদিন শুনানি হয়নি। পুরভোট নিয়ে পরবর্তী শুনানি আগামী সোমবার। যার জেরে দুই পুরসভার ভোট নিয়ে ফের অনশ্চিয়তা তৈরি হয়েছে।
১৯ ডিসেম্বর ভোট করতে হলে বৃহস্পতিবারের মধ্যেই বিজ্ঞপ্তি জারি করতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে। কিন্তু এদিন শুনানি না হওয়ায় বৃহস্পতিবার পুরভোটের বিজ্ঞপ্তি জারি করা যায় নাকি তা নিয়ে আইনি পরামর্শ নিচ্ছেন কমিশনের কর্তারা। জানা গিয়েছে, হাওড়ার পুরভোট নিয়ে অধিক অনিশ্চিয়তা দেখা দিয়েছে। যার জেরে হাওড়াকে বাদ দিয়ে শুধু কলকাতা কর্পোরেশনের ভোট ঘোষণা করা যায় কিনা, তা নিয়েও আলোচনা শুরু করেছে কমিশন।
হাওড়ার ভোট নিয়ে অধিক অনশ্চিয়তার কারণ, সম্প্রতি হাওড়া কর্পোরেশন থেকে বালি পুরসভাকে আলাদা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যদিও এই সংক্রন্ত কোনও বিজ্ঞপ্তি এখনও কমিশনের কাছে পাঠায়নি রাজ্য। যার জেরে বৃহস্পতিবারের মধ্যে সরকারের পক্ষ থেকে কমিশনে বিজ্ঞপ্তি না এলে হাওড়ার ভোট ঘোষণা করা কার্যত অসম্ভব।
নবান্ন সূত্রে খবর, হাওড়া থেকে বালি আলাদা করে সরকার ইতিমধ্যেই বিধানসভায় বিল পাস করলেও, রাজ্যপাল এখনও সেই বিলে সই করেননি। ফলে সরকারের তরফেও কমিশনকে হাওড়া নিয়ে এখনও কোনও বিজ্ঞপ্তি পাঠানো হয়নি। সব মিলিয়ে বুধবার পুরভোট নিয়ে হাইকোর্টে শুনানি না হওয়ায় ফের অনশ্চিয়তার মুখে কলকাতা ও হাওড়ার পুর-নির্বাচন।
Comments are closed.