ডবল কোভিড ভ্যাকসিনেশনে দেশের শীর্ষে কলকাতা। স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, দেশের মধ্যে কলকাতায় ৭৭% মানুষই করোনা ভ্যাকসিনের দুটো ডোজ পেয়েছেন। প্রথম ডোজ পেয়েছেন ৪৪ লক্ষ মানুষ আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ১৮ লক্ষের বেশি মানুষ। শুধু কলকাতা নয়, ডবল ভ্যাকসিনেশনে দেশের চতুর্থ স্থানে রয়েছে বাংলা। জেলাভিত্তিক ডবল ভ্যাকসিনেশনে শীর্ষে আছে কলকাতা।
অন্যদিকে ভ্যাকসিনেশনে সবথেকে নীচে আছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ। জেলাভিত্তিক ডবল ভ্যাকসিনেশনে তালিকার নীচে নাম আছে উত্তরপ্রদেশের কানপুর। যোগী রাজ্যের ২.৯৭% মানুষ দুটো ডোজ পেয়েছেন। এরপরেই নাম আছে ডবল ইঞ্জিন চালিত রাজ্য মধ্যপ্রদেশের। এখানে ডবল ডোজ পেয়েছেন ৪.৭৫% মানুষ।
এর আগে জানা গিয়েছিল ভ্যাকসিনেশনে রেকর্ড গড়েছে অভিষেক ব্যানার্জির কেন্দ্র ডায়মন্ডহারবার। জানা গেছে, অভিষেক গড়ের ১০০ শতাংশ মানুষই প্রথম ভ্যাকসিন পেয়েছেন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ৯০ শতাংশ মানুষ। সাংসদ অভিষেক ব্যানার্জির তৎপরতায় ভ্যাকসিনেশনের কাজ করেছে ডায়মন্ডহারবার মিউনিসিপালিটি। আর এরপরেই বাংলায় রেকর্ড গড়ে ফেলেছে ডায়মন্ডহারবার মিউনিসিপালিটি।
Comments are closed.