দেশের মধ্যে নিরাপদতম মেট্রো শহর কলকাতা। কেন্দ্রীয় সংস্থার রিপোর্টে উঠে এসেছে এমনই তথ্য। সেই রিপোর্টে দেখা গেছে,দেশের অন্য রাজ্যগুলির মধ্যে কলকাতায় মেয়েরাও অনেকটা নিরাপদ।
রিপোর্টে দেখা গেছে, মহিলারাও অনেক নিরাপদ বাংলার রাজধানীতে। ধর্ষণ ও পণের দাবিতে শ্বশুরবাড়িতে মেয়েদের অত্যাচারের মাত্রাও অনেক কম কলকাতায়। গত এক বছরে কলকাতায় মহিলাদের বিরুদ্ধে অপরাধের সংখ্যা মাত্র ২ হাজার ১ জন। রাজধানী দিল্লিতে সেই সংখ্যা ৯ হাজার ৭৮২ জন। বাণিজ্যনগরী মুম্বইয়ে গত এক বছরে মহিলাদের অপরাধের সংখ্যা ৪ হাজার ৫৮৩ হাজার। বেঙ্গালুরুতে সেই সংখ্যা ২ হাজার ৭৩০ জন।
জাতীয় ক্রাইম রেকর্ড ব্যুরো অথবা এনসিআরবি ‘ক্রাইম ইন ইন্ডিয়া, ২০২০’ নামে একটি রিপোর্টে দেখা যায়, দেশের অন্য মেট্রোশহরগুলির তুলনায় কলকাতায় অপরাধের সংখ্যা অনেকটাই কম। প্রতি লক্ষ জনসংখ্যায় কলকাতায় মোট অপরাধের হার ১২৯.৫। আর সেখানে চেন্নাইয়ে অপরাধের হার ১৯৩৭.১, দিল্লিতে ১৬০৮.৬, আমদাবাদে ১৩০০, বেঙ্গালুরুতে ৪০১.৯ এবং মুম্বইয়ে ৩১৮.৬।
২০১৮ সালে কলকাতায় অপরাধের সংখ্যা ছিল ১৯ হাজার ৬৮২। এরপর প্রতি বছর সেই সংখ্যা কমতে থাকে। ২০২০ সালে শহরে মোট অপরাধের সংখ্যা কমে দাঁড়ায় ১৫ হাজার ৫১৭ জনে। গত এক বছরে কলকাতায় অপরাধের সংখ্যা ১৫ হাজার ৫১৭ জন হলেও দিল্লিতে সেই সংখ্যা ২ লক্ষ ৪৫ হাজার ৮৪৪ জন। চেন্নাইয়ে অপরাধের সংখ্যা ৮৮ হাজার ৩৮৮।
Comments are closed.