রাষ্ট্রপুঞ্জের প্রশংসায় তিলোত্তমা কলকাতা। পরিবহণ ব্যবস্থায় কলকাতার প্রসংশার পঞ্চমুখ রাষ্ট্রপুঞ্জ। সম্প্রতি রাষ্ট্রপুঞ্জ থেকে প্রকাশিত হয়েছে ‘ক্লাইমেট চেঞ্জ ২০২২: মিটিগেশন অফ ক্লাইমেট চেঞ্জ’। সেই রিপোর্টে কলকাতার পরিবহণ ব্যবস্থা নিয়ে প্রশংসা করা হয়েছে। বলা হয়েছে, শহরে ১৪ লক্ষ মানুষ বিভিন্ন রকমের যানবাহন ব্যবহার করেন। জ্বালানি তেলে চলা গাড়ির সংখ্যা কমেছে। যা থেকে পরিবেশ রক্ষা হচ্ছে। গত সোমবার এই রিপোর্ট পেশ করেছে রাষ্ট্রপুঞ্জের ইন্টারগভর্নমেন্টাল প্যানেল ফর ক্লাইমেট চেঞ্জ বা আইপিসিসি।
গণপরিবহণে ভরসা বাড়াতে মমতা ব্যানার্জির সরকারের প্রশংসা করেছে রাষ্ট্রপুঞ্জ। কলকাতার মহানাগরিক ও পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, শহরে গ্রিন ট্রান্সপোর্টেশনের ওপর জোর দেওয়া হচ্ছে। ই-বাস চলছে। খুব তাড়াতাড়ি ই-রিকশা, ই-অটোর আনার কাজ চলছে। উল্লেখ্য, কয়েকদিন আগেই জানা গিয়েছিল, দূষণ কমাতে শহরে আসছে ট্রলি বাস।
রিপোর্টে আরও বলা হয়েছে, গণপরিবহণে যেসব যানবাহন ব্যবহার করা হচ্ছে, সেগুলি থেকে দূষণ কমেছে। অটোরিকশা এবং ট্যাক্সির ক্ষেত্রে এলপিজি গ্যাসের ব্যবহার করা হচ্ছে। ফলে দূষণের মাত্রা কমেছে। সিএনজি প্রযুক্তি নিয়ে আসা হচ্ছে গণপরিবহণে।
Comments are closed.