করোনা মোকাবিলায় কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালকে বিশেষ ভাবে তৈরি রাখা হয়েছিল আগেই। এবার তাকে ‘ফুল ফ্লেজেড টার্শিয়ারি লেভেল কোভিড হাসপাতাল’ হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্যের মধ্যে একমাত্র মেডিকেল কলেজকে ‘করোনা হাসপাতাল’ হিসাবে চিহ্নিত করে তিন হাজার আইসোলেশন বেড তৈরির পদক্ষেপ শুরু হয়েছিল আগেই। এর মধ্যে মেডিকেল কলেজ নিয়ে নয়া পদক্ষেপ রাজ্যের।
বুধবার নিজেই সোশ্যাল মিডিয়ায় একথা জানান মুখ্যমন্ত্রী। তিনি ট্যুইটারে লেখেন, পরিস্থিতির দিকে নজর রেখে, রাজ্যে করোনা চিকিৎসার জন্য বিশেষ ব্যবস্থার লক্ষ্যে আমরা কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালকে একটি পূর্ণাঙ্গ টার্শিয়ারি কোভিড হাসপাতাল হিসাবে গড়ার সিদ্ধান্ত নিয়েছি। যা আগামী ৭ মে থেকে চালু হয়ে যাবে।
মমতা আরও জানান, কলকাতার মেডিকেল কলেজের ৫০০ শয্যা বিশিষ্ট এই কোভিড হাসপাতাল কোভিড এবং শ্বাসকষ্টজনিত রোগীর জন্য। পরে প্রয়োজন অনুযায়ী শয্যা সংখ্যা আরও বাড়ানো হবে। এটি পশ্চিমবঙ্গের ৬৮ তম কোভিড হাসপাতাল হিসেবে নিবেদিত হবে বলে জানান তিনি।
Comments are closed.