বছরের প্রথম দিনের উদযাপন; ভিড় সামাল দিতে চলবে অতিরিক্ত মেট্রো 

একে নতুন বছরের প্রথম দিন। তার ওপরে রবিবার। উৎসবে মেতেছে রাজ্যবাসী। সকাল থেকেই রাস্তায় ভিড়। মেট্রো স্টেশনগুলোতেও মানুষের ঢল নেমেছে। মাত্রাতিরিক্ত ভিড় হবে জেনে নিয়েই অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সাধারণ সময়ে রবিবার সারাদিন ১৩০টি মতো মেট্রো চলে। যেখানে ১ জানুয়ারি ১৮৮টি মেট্রো চলবে বলে মেট্রো রেলের তরফে জানানো হয়েছে।

অন্য রবিবারগুলোতে কবি সুভাষ থেকে দক্ষিণশ্বরের উদ্দেশ্যে প্রথম মেট্রো ছাড়ে সকাল ৯টায়। কিন্তু এদিন তা এগিয়ে এনে ৬টা ৫০ করা হয়েছে। দক্ষিণেশ্বর থেকেও প্রথম মেট্রো ছাড়ার সময়ের বদল হয়েছে। দক্ষিণেশ্বর থেকেও দিনের প্রথম মেট্রো ৯টার বদলে সকাল ৬.৫০-এ ছেড়েছে।

দমদম থেকেও দক্ষিণেশ্বরে দিকে প্রথম মেট্রো ছেড়েছে ৬.৫৫ মিনিটে। দক্ষিণেশ্বর থেকেও কবি সুভাষ পর্যন্ত দিনের প্রথম মেট্রো ছেড়েছে সকাল ৭টায়।

ইস্ট ওয়েস্ট মেট্রো অর্থাৎ গ্রীন লাইনে অন্যান্য রবিবার কোনও মেট্রো না চললেও এদিন ওই লাইনে ৪৪টি মেট্রো চলবে বলে জানানো হয়েছে। ৩০ মিনিট অন্তর ওই লাইনে মেট্রো মিলবে বলে খবর। শিয়ালদহ এবং সেক্টর ফাইভ থেকে দিনের প্রথম মেট্রো ছেড়েছে সকাল ৯ টায়।

দক্ষিণেশ্বর, এসপ্লানেড, ময়দান, পার্ক স্ট্রিট, রবীন্দ্রসদন, সিটি সেন্টার মেট্রো স্টেশনগুলোতে অতিরিক্ত ভিড় হবে ধরে নিয়ে বেশি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল।

Comments are closed.