যাত্রা পথেই স্বাস্থ্যপরীক্ষা, স্টেশনে তৈরি হচ্ছে ডায়াগনস্টিক সেন্টার; অভিনব উদ্যোগ কলকাতা মেট্রোর 

শটা পাঁচটার দৌড় ঝাঁপে অনেক জরুরী কাজই বকেয়া থেকে যায়। যার মধ্যে অন্যতম, নিয়মিত নিজের স্বাস্থ্যপরীক্ষা। সুগার কতটা বাড়ল? প্রেসারের কী অবস্থা, ইত্যাদির বিষয়গুলির নিয়মিত খোঁজ খবরই রাখা হয়নি। যার ফলে হঠাৎই বিপদ নেমে আসে। এবার যাতে যাত্রাপথেই স্বাস্থ্য পরীক্ষা করা যায়, তার ব্যবস্থা করল কলকাতা মেট্রো। জানা গিয়েছে মেট্রো স্টেশনেই খোলা হবে ডায়াগনস্টিক সেন্টার। অফিস টাইম বাদ দিলে দুটি ট্রেনের মাঝে ১০ মিনিটের ব্যবধান থাকে। ওই টুকু সময়ের মধ্যেই যাত্রীরা নিজেদের প্রয়োজনীয় স্বাস্থ্যপরীক্ষা করিয়ে নিতে পারবেন। সেন্টারগুলোতে রক্তের সাধারণ টেস্টের পাশপাশি জটিল রোগেরও পরীক্ষা নিরীক্ষা হবে। ইসিজিরও ব্যবস্থা থাকবে। 

কলকাতা মেট্রো সূত্রে খবর, কবি সুভাষ থেকে দক্ষিনেশ্বর, প্রত্যেকটি মেট্রো স্টেশনেই এই ডায়াগনস্টিক সেন্টার খোলা হবে। সকাল ৭ টা থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত এগুলো পরিষেবা দেবে। জানা গিয়েছে, বেশ কয়েকটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের সঙ্গে যৌথ উদ্যোগে এই স্বাস্থ্যপরীক্ষা কেন্দ্রগুলো খুলছে মেট্রো। উল্লেখযোগ্য বিষয়, একবার টেস্ট করানোর পর রিপোর্ট আনতেও আপনাকে পুনরায় ফিরে আসতে হবে না। আপনার ফোন নাম্বারেই রিপোর্ট চলে যাবে। 

মেট্রো রেলের তরফে আরও জানানো হয়েছে, এই পরিষেবা শুরু হলে যাত্রীরা তো উপকৃত হবেনই। সে কারণে টেস্টের খরচও সামর্থের মধ্যে রাখা হয়েছে। পাশাপাশি এর জেরে মেট্রোরও বাড়তি রোজগার বাড়বে। 

Comments are closed.